ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ১৯৮৩ এর ৩০, ৩১ ৩২ও ৩৩ ধারায় ইউনিয়ন পরিষদ কার্য্যাবলী মূলতঃ ৫ ভাগে বিভক্ত। যথা: ১। পৌর কার্য়্যাবলী ২। পুলিশ ও নিরাপত্তা ৩। রাজস্ব ও প্রশাসন, ৪। উন্নয়ন ও দারিদ্র দূরিকরণ এবং ৫। বিচার।
বাধ্যতামূলক কার্য্যাবলী ¨ আইন– শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা; ¨ অপরাধ, বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা; ¨ কৃষি, বৃক্ষ রোপণ, মৎস্য ও পশু পালন, স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ; ¨ পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো; ¨ স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা; ¨ জনগনের সম্পত্তি যথা- রাস্তা, ব্রীজ, কালর্ভাট, বাধ , খাল টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ করা; ¨ ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্য়ালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নিবার্হী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা; ¨ স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা ; ¨ জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুঃস্থদের নিবন্ধন করা; ¨ সব ধরনেন শুমারী পরিচালনা করা;
ঐচ্ছিক কার্যাবলী: ¨জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ; ¨সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান খেলার মাঠ এর ব্যবস্থা ও রক্ষনাবেক্ষণ; ¨জনপথ, রাজপথ, ও সরকারি স্থানে আলো জ্বালানো; ¨সাধারণ ভাবে গাছ লাগানো ও সংরক্ষণ এবং বিশেষ ভাবে জনপথ, রাজপথ ও সরকারী জায়গায় গাছ লাগানো ও সংরক্ষণ; ¨কবরস্থান, শ্মশান ঘাট, জনসাধারণের সভা স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তির রক্ষনাবেক্ষণ ও পরিচালনা; ¨পর্যটকদের থাকার ব্যবস্থা ও তা সংরক্ষণ; ¨জনপথ, রাজপথ এবং সরকারী স্থাননিয়ন্ত্রণ ও অনধিকার প্রবেশ রোধকরণ; ¨ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ; ¨গোবর ও রাস্তার আর্বজনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ; ¨মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ করণ; ¨ইউনিয়নে দালান নির্মাণ ও পুনঃ নির্মাণ নিয়ন্ত্রণকরণ; ¨বিপদজ্জনক দালান ও সৌধ নিয়ন্ত্রণকরণ; ¨কূয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবারহের অন্যান্য কাজের ব্যবস্থাকরন ও সংরক্ষণ; ¨খাবার পানির উৎস দুষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ; ¨জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধকরণ; ¨খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর বা পানি সরবরোহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাচাঁ বা পশুর গোসল নিষিদ্ধ করণ বা নিয়ন্ত্রণ করণ; ¨পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধকরণ; ¨আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ; ¨আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধকরণ; ¨আবাসিক এলাকায় ইট, মাটিন পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ; ¨গৃহ পালিত পশু বা অন্যান্য পশু বিত্রয়ের তালিকা ভূক্তিকরণ; ¨মেলা ও প্রদর্শনীর আয়োজন; ¨জনসাধারণের উৎসব পালন; ¨অগ্নি, বন্যা, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমি কম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তৎপরতার ব্যবস্থাকরণ; ¨বিধবা , এতিম , গবীব ও দুঃস্থ ব্যক্তিদের সাহায্যকরণ; ¨খেলাধুলার উন্নতি সাধন; ¨শিল্প ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন ও উৎসাহ দান; ¨বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ; ¨পরিবেশ ব্যবস্থাপনার কাজ; ¨গবাদি পশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষনাবেক্ষণের ব্যবস্থাকরণ; ¨প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ; ¨গ্রন্থাগার ও পাঠাগারের ব্যবস্থা করণ; ¨ইউনিয়ন পরিষদের মত সদৃশ্য কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা; ¨জেলা প্রশাসকের নির্দেশক্রমে শিক্ষার উন্নয়নে সাহায্যকরণ; ¨ইউনিয়নের বাসিন্দা বা পরিদর্শনকারীদের নিরাপত্তা , আরাম আয়েস বা সুযোগ-সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ।
কাজের দায়িত্ব: ক) যোগাযোগ; খ) শিক্ষা, কৃষি, স্বাস্থ্যও পরিবার কল্যাণ; গ) পানীয় জল সরবরাহ; ঘ) সংস্কৃতি ও সমাজকল্যাণ।
|
|
সময়: সকাল-০৯.০০ থেকে বিকাল- ০৫.০০পযর্ন্ত। |
নাগরিক সনদ (Citizen Charter)
সেবার নাম সেবার মূল্য পাওয়ার সময় নাগরিকত্বের সনদ- -------------------------------বিনা মূল্যে---------- তাৎক্ষনিক জন্ম নিবন্ধন সনদ ------সরকার নির্ধারিতমূল্যেপ্রাঃ৭০/= অপ্রাপ্ত ২০/=সময়০৩ দিন। ভূমি হীন সনদ–------------------------------------বিনা মূল্যে---------- তাৎক্ষনিক বাৎসরিক আয় ব্যয় এর সনদ–------------------------বিনা মূল্যে------ তাৎক্ষনিক বিবাহিত / অবিবাহিত সনদ–-------------------------বিনা মূল্যে------ তাৎক্ষনিক ওয়ারেশ কায়েম সনদ–--------------------------------বিনা মূল্যে---------- ৩ দিন। মৃত্যূ নিবন্ধন সনদ–-----------------------------------বিনা মূল্যে---------- ৩ দিন। ট্যাক্সের সনদ–-------------------------------------বিনা মূল্যে---------- তাৎক্ষনিক ট্রেড লাইসেন্সর সনদ–-------- সরকার নির্ধারিতমূল্যে ২০০শত টাকা তাৎক্ষনিক রিক্সা/ভ্যান লাইসেন্সর সনদ---ইউপি কর্তৃক নির্ধারিতমূল্য-----------তাৎক্ষনিক ভিজিএফ কর্মসূচ-----------------------বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভিজিডি----------------------------------বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে টি আর----------------------------------বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কাবিখা----------------------------------বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে কাবিটা----------------------------------বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বয়স্ক ভাতা-----------------------------বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বিধবা ভাতা----------------------------বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মাতৃত্বকালীন ভাতা--------------------বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা---------------বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতিবন্ধি ভাতা-------------------------বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ব্যাংক ঋণ গ্রহনের সহায়তা- গ্রাম্য আদালতঃ ক) দেওয়ানী--------০৪ টাকা------০১মাস। খ) ফৌজদারি ------০২ টাকা------০১মাস। অতি দরিদ্রদের কর্মসংস্থান---বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে RERMP------------------------বিনা মূল্যে----------বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস